Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৭

জাতীয় শোক দিবস পালন


প্রকাশন তারিখ : 2017-08-16

প্রেস নোট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে অদ্য মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এক আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব, শ্রী রঞ্জিত কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী শ্যামল ভট্টাচার্য্য, বিশেষ অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রী দিলীপ ভদ্র এবং চট্টগ্রাম তপোবন আশ্রমের শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের উপ পরিচালক (অঃ দাঃ) শ্রীমতি কাকলী রানী মজুমদার। আরো বক্তব্য রাখেন ডাঃ শ্রী সুব্রত ঘোষ, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট শ্রী দীনবন্ধু রায়, সাধারন সম্পাদক শ্রী প্রদীপ কুমার পাল, শ্রী কার্ত্তিক চক্রবর্তী, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা শ্রী বিকাশ কুমার শীল এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষিকা শ্রীমতি শিপ্রা রানী দেবী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড অফিসার শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন শ্রী কার্ত্তিক চক্রবর্তী। উপস্থিত আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

    প্রার্থনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর শোকাবহ দিনে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যবৃন্দের আতœার শান্তি কামনা করা হয়। দেশের সুখ, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানানো হয়।