হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারী বিধি বিধানের আলোকে ২৫ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড কর্তৃক গৃহিত সিদ্ধান্তের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সারাদেশে হিন্দু জনগণের কল্যাণের জন্য কার্যাদি সম্পাদন করে। সর্বশেষ ট্রাস্টি বোর্ডসভা কর্তৃক গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী:
* এই ট্রাস্ট হতে ১ বছরেে ১টি মন্দিরে ট্রাস্টের চেয়ারম্যান এবং সহসভাপতি সর্বোচ্চ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকার আর্থিক সহায়তা করতে পারেন। একজন ট্রাস্টি এক বছরে একটি মন্দিরে সর্বোচ্চ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকার আর্থিক সহায়তা করতে পারেন।
* এই ট্রাস্ট হতে ১ বছরে ১ জন দু:স্থ হিন্দুকে সর্বোচ্চ ১০,০০০ (দশ হাজার) টাকার আর্থিক সহায়তা করা হয়।
* এই দুই প্রকার আর্থিক সহায়তার বাহিরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ট্রাস্ট হতে মন্দিরে আর্থিক সহায়তা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা, গীতা স্কুল, পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
* ট্রাস্ট হতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক তীর্থ যাত্রার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে- যা কার্যক্রম শুরুর আগে ট্রাস্টের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সকলকে অবহিত করা হয়।